বালিয়া ডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপহার সামগ্রী প্রদান করছেে হাসমিুখ সঞ্চেুরী সাতক্ষীরা পরচিারক ও আওয়ামী লীগরে বানজ্যি সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন। হাসমিুখ সঞ্চেুরী সাতক্ষীরা উদ্যোগে ৩০ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বালিয়া ডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রিদের মাঝে হাসিমুখ উপহার প্রদান করা হয়।উপহার সাসগ্রী বিতরন করেন হাসিমুখের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান,আবু তাহের এবং সাহাঙ্গীর কবির বাবু।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান ,সহকারি শিক্ষক জনাব বিধান চন্দ্র , রিজিয়া খাতুন , রুমানা পারভীন ও শাহিনুর রহমান , এছাড়াও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পদক জনাব মোস্তাফিজুর রহমান উজ্জল ,, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি জনাব অহিদুজ্জামান ২ নং ওয়াডের মেম্বর জনাব হান্নান। হাসমিুখ সঞ্চেুরী সাতক্ষীরা পক্ষ থেকে উপস্থিত ছাত্র-ছাত্রিদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয় ।
বালিয়া ডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাসিমুখ উপহার প্রদান
মার্চ ৩১ ২০২৩