আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতারী পরোয়ানার দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। এএসআই হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ জিআর-৩৩৫/১৭ (ওয়রেন্ট) মূলে কাটাখালী গ্রামের রাজুউল্লাহ সানার ছেলে ইব্রাহিম সানাকে গ্রেফতার করেন। অপরদিকে, এএসআই শাহ জামাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নাঃ শিঃ ২৭/১৭, জিআর-৩২৫/১৩ (ওয়ারেন্ট) মূলে গদাইপুর গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে আল আমিন সরদারকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে চালান মোতাবেক শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার-২
এপ্রিল ২৭ ২০১৯