নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এড. এম শাহআলম সভাপতি ও এড. তোজাম্মেল হোসেন তোজাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বৃহস্পতিবার ভোট শেষে রাত ১০টায় জেলা আইনজীবী সমিতির মিলনাতনে প্রধান নির্বাচন কমিশনার এড. আব্দুল জলিল (১) ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রার্থীসহ আইনজীবী ও নির্বাচন কমিশনারগণ উপস্থিত ছিলেন। নির্বাচনে ৪৮৯ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ভোট প্রদান করেন।
সূত্র জানায়, ২১ মার্চ নির্বাচনে সভাপতি ওয়ার্কাস পার্টির নেতা এড. এম শাহ আলম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র নেতা এড. শেখ আব্দুস সাত্তার (১) পান ২১০ ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ পান ২২৪ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সভাপতি পদে বিএনপি নেতা মহিতুল ইসলাম ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন, এ পদে এ টি এম বাসারাতুল্লাহ আওরঙ্গী পান ১৪৫ ভোট ও মোঃ রুহুল আমিন ৯১ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম-সম্পাদক পদে এ বি এম আনিসুজ্জামান আনিস ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন, এ পদে আশরাফুজ্জামান বাবু পান ১৫৭ ভোট ও শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ পান ১৩৯ ভোট পেয়ে পরাজিত হন।
কোষাধ্যক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন, এ পদে মোঃ মোস্তফা জামান পান ২২৭ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সম্পাদক (লাইব্রেরী) পদে মোঃ ইউনুস আলী ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন, এ পদে মোঃ আব্দুল জলিল পান ১৪৪ ভোট ও আ ক ম শামসুদ্দোহা খোকন পান ১৪৯ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সম্পাদক (ক্রীড়া) পদে মোঃ আকবর আলী ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, এ পদে মোঃ সালাউদ্দীন (২) ১৫০ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সম্পাদিকা (মহিলা) পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাকী ইয়াছমিন। এছাড়া সদস্যের ৩টি পদে শিহাব মাসউদ সাচ্চু ৩১৫ ভোট, সাহেদুজ্জামান সাহেদ ৩০০ ভোট এবং রফিকুল ইসলাম রফিক ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড. মোঃ আক্তারুজ্জামান, এড. তারক কুমার মিত্র, এড. আনিছুর কাদির ময়না, এড. শাকিলা খানম। এর আগে সকাল থেকে আইনজীবীগণ স্বতস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।