নিজস্ব প্রতিনিধি: গতকাল শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরায় বাস টার্মিনাল সংলগ্ন বুশরা ম্যাটস এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী সভাপতিত্বে শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় শ্যামনগর উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দাবা উপস্থাপন করা হয়। তার মধ্যে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ হতে সাতক্ষীরা পর্যন্ত সড়কে সকল প্রকার যান বাহন চলাচল, বিরতিহীন বাসের চলাচল, ঘোলায় দ্রুত ব্রিজ নির্মাণ, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবিলম্বে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন চালু করা, টেকসই এবং পরিকল্পিত উপকূলীয় বাঁধ নির্মাণ করাসহ শ্যামনগর উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সাতক্ষীরায় শ্যামনগর উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গের মতবিনিময় সভা
মার্চ ৩ ২০১৯