শ্যামনগর ব্যুরো: ইউএসএইড, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, উইনরক-এর সহযোগিতায় শ্যামনগর ভুরুলিয়া সিরাজপুর স্কুল এ্যান্ড কলেজ-এর আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মুল ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক-মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১ টায় সিরাজপুর স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানে অধ্যক্ষ আজিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সভাপতি ও শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রতিষ্ঠানে বিদ্যোৎসাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম, দাতা সদস্য জাহিদুর রহমান, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুশীলনের উপজেলা সমন্বয়কারী জাকির হোসেন, সুশীলনের টেকনিক্যাল অফিসার জেন্ডার আসাদুর রহমান রিপন, জেন্ডার অফিসার মমতাজ বেগম, অভিভাবক মা’দের পক্ষ থেকে সাজিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সকল শিক্ষক ছাত্র-ছাত্রী ৩শতাধিক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আলমগীর হোসেন।
শ্যামনগর ভুরুলিয়া সিরাজপুর স্কুল এ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ
জানুয়ারি ২৮ ২০১৯