ঘরে ঘরে সুপেয় পানির দাবিতে নির্বাচনী ইশতেহারে পানি সম্পদ ব্যাবস্থাপনাকে সংযুক্ত করতে হবে


ডিসেম্বর ৪ ২০১৮

Spread the love



উপকূলীয় অঞ্চলে পানি সম্পদ ব্যাবস্থাপনার মাধ্যমে ঘরে-ঘরে সুপেয় পানির দাবিতে সাতক্ষীরার সদরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘ঐতিহ্য : উপকূলীয়পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরাম জেলা শাখার’উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪ঘটিকারসময় সুশীলন, সাতক্ষীরা জেলা র্অফিসে সভাটিঅনুষ্ঠিতহয়।
‘ঐতিহ্য: উপকূলীয় পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরাম’র সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ সৈয়দ হাসান মাহমুদ উপস্থিত ছিলেন এবং সুশীলনের জি এম মনিরুজ্জামান, সহকারীপরিচালক, সভার সভাপতিত্ব করেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান পরিচালক পল্লী চেতনা, শ্যামল কুমার পরিচালক সিডো, মরিয়ম মান্নান পরিচালক চুপড়িয়া মহিলা সংস্থা, শেখ হুমায়ুন কবীর আশ্রয় ফাউন্ডেশন, নজরুল ইসলাম আরা, মোঃদুরুল হুদা  এসকেএস ফাউন্ডেশন, কাজী সাইদুল হক সমাজ সেবক, মোঃ শামসুজ্জোহা ঊষা, সৈয়দ মিজানুর ইসলাম ঢাকা আহসানিয়া মিশন, মোঃ বদরুল আলম জেসিএফ, নাহার গোলদার নওবেকী গণমুখি ফাউন্ডেশন, মোঃ রেজাউল করিম খান ডিবিআর ব্র্যাক, মোঃ রহুল আমিন সিডব্লিউসিএস, মোঃ মন্জু মিয়া লাইট হাউজ, তাহেরা পারভীন ভুমিষ্ট, মোঃ আলতাপ হোসেন এসএসএফবি, সুধাকর বিশ্বাস এসএসএফবি, আবু জাফর সিদ্দিক পরিচালক ক্রিসেন্ট, নাজমুল আলম মুন্না সহকারী পরিচালক বরসা, মিজানুর রহমান সলিটারিটিস ইন্টারন্যাশনাল প্রমুখ। উপস্থিত এনজিওর প্রতিনিধিগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ‘পানিসম্পদ ব্যাবস্থাপনা’কে সংযুক্তি এবং পরবর্তিতে সরকারি পরিকল্পনায় অন্তর্ভুক্তিতে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অত্রএলাকার সবিষয়ে তুলে ধরেন। মোঃ রেজাউল করিম খান ডিবিআর ব্র্যাক এবং মরিয়ম মান্নানচুপড়িয়া মহিলা সংস্থা পরিচালক  বলেন আমরাপ্রতিদিন যে পানি পান করছি সেটা কোনভাবে নিরাপদ নয় তাছাড়া গ্রাম গঞ্জে এর ভয়াভহতাআরও প্রখর। আবু জাফর সিদ্দিক পরিচালক ক্রিসেন্ট, সাতক্ষীরা বলেন ভবিষ্যতের কথাভেবে আমাদের পরবতী জেনারেশনের কথা ভেবে এই উদ্দোগ ভালো ফলাফল বয়ে আনবে। সৈয়দ মিজানুরইসলাম ঢাকা আহসানিয়া মিশন এর প্রতিনিধি কয়েকটি প্রস্তাব রাখেন উপকূলীয় পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরাম শুধুমাত্র নিজেরা আলোচনা না করে মানব বন্ধন, স্বারকলিপি পেশ করে আমাদের দাবীকে আরও প্রসারিত করাপ্রয়োজন। উপস্থিত সবার সম্মতিতে সাতক্ষীরা নিবচনী এলাকায় জনাব সৈয়দ হাসান মাহমুদ, নিবাহী পরিচালক, ঋষি ফাউন্ডেশনকে ফোকাল পারসন মনোনীত করা হয়। সভায় জেলা কমিটির কোষাধ্যক্ষ ও সভাপতি জি এম মনিরুজ্জামান সবাইকে এক ছাতার নিচে আসার আহবান করেন এবং আমাদের প্রানের দাবি দক্ষিণ- পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের ঘরে ঘরে সুপেয় পানিনিশ্চিত করা, ক্রম বধমান লবণাক্ততা ও আসেনিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপগ্রহন, সরকারী পকুর, খাল ও জলধার উদ্ধার করে মিষ্টি পানির আধারে পরিণত করা এবং ব্যবহার নিশ্চিত করা, টেকসই ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং সকলপ্রতিষ্ঠানে নারী, শিশু ও প্রতিবান্ধী বান্ধব স্যানিটেশন সেবা নিশ্চিত করা, দূগম ওপিছিয়ে পড়া এলাকা এবং শহরের বস্তি ও নিন্ম আয়ের জনগোষ্ঠির নিরাপদ পানি, স্যানিটেশনও হাইজিন সেবা নিশ্চিত করা, যে কোন উন্নয়ন কমকান্ডে জলাভুমি এবং পানির স্বাভাবিকপ্রবাহ বাঁধাগ্রস্থ না করা, পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে নতুন স্থাপনা নিমানেরপাশাপাশি পুরাতন স্থাপনা গুলোকে সংস্কার করার দাবিকে সবার সানে তুলে ধরার মধ্যদিয়ে সভার কাযক্রম সমাপ্তি করেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন