সাতক্ষীরা-২ আসনে জাপার প্রার্থী শেখ আহজার


নভেম্বর ৩০ ২০১৮

Spread the love


১০৬ সাতক্ষীরা-০২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শেখ আজহার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ৩০ নভেম্বর’১৮ তারিখে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার বরাবর প্রেরিত কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত একপত্রে এ প্রার্থীতা নিশ্চিত করেন। ওই পত্রে তিনি আরো উল্লেখ করেন, সাতক্ষীরা-০২ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় কোনো প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বলে বিবেচিত হবে না। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন