১০৬ সাতক্ষীরা-০২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শেখ আজহার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ৩০ নভেম্বর’১৮ তারিখে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার বরাবর প্রেরিত কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত একপত্রে এ প্রার্থীতা নিশ্চিত করেন। ওই পত্রে তিনি আরো উল্লেখ করেন, সাতক্ষীরা-০২ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় কোনো প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বলে বিবেচিত হবে না। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি