মশাল ডেস্ক: ‘গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে হবে।’ জাসদ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ জেলা জাসদের বিশেষ সভায় এ কথা বলেন।
শনিবার সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ‘স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে ক্ষমতায় আনতে না পারলে আমাদের উপর চরম জুলুম-নির্যাতন নেমে আসবে। সুতারাং স্বাধীনতার স্বপক্ষের শক্তি যাতে আবারো ক্ষমতায় আসতে পারে সেজন্য যার-যার স্থান থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।’
জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর-রশিদ, জেলা সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাসদ জেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, নারী জোটের সভানেত্রী পাপিয়া আহমেদ, জাসদ জেলা কমিটির শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, তালা উপজেলা জাসদ সভাপতি বিশ্বাস আবুল কাশেম, দেবহাটা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল ওহাব প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জাসদ নেতা মো. সুরাতুজ্জামান, জি.এম সাহিদুল ইসলাম রুবেল প্রমুখ।
সভায় আশাশুনি উপজেলা জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বশাকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। আগামী মাসে কেন্দ্রীয় সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাতক্ষীরা আগমনে দলীয় পরিকল্পনা চূড়ান্ত ও আগামী ১০ অক্টোবর আশাশুনি উপজেলায় জাসদের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।