মশাল ডেস্ক: আজ বিকাল সাড়ে ৫ টায় এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শুক্রবার ফাইনালের শিরোপা ঘরে তোলার লক্ষে ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ফাইনালে প্রতিপক্ষ ভারত মানেই তো গত এশিয়া কাপের দুঃসহ স্মৃতি। এশিয়া কাপের ইতিহাসে সেবারই (২০১৬) প্রথম টি-টোয়েন্টি সংস্করণ মাঠে গড়িয়েছিল। আগের ম্যাচগুলো দোর্দ- প্রতাপে খেলে ফাইনালে উঠে আসা বাংলাদেশ শিরোপা লড়াইয়ে তেমন প্রতিরোধ গড়তে পারেনি। বৃষ্টিবিঘ্নিত সেই ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৭ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছিল ভারত।
এবার কি তাহলে সেই হারের জ্বালা মেটানোর পালা? এশিয়া কাপে এবারসহ চার টুর্নামেন্ট মিলিয়ে তিনবার ফাইনালে উঠল বাংলাদেশ। ২০১২ সালে প্রথমবারের মতো দেখা মিলেছিল ফাইনালের। সেই হারের স্মৃতি ভোলা অসম্ভব। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে পাকিস্তানের ৯ উইকেটে ২৩৬ রান তাড়া করতে নেমে ২ রানে হেরেছিল বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার এ খেলাকে কেন্দ্র করে দর্শকদের উত্তেজনা কম নয়।
বাংলাদেশ-ভারতের মধ্যকার উত্তেজনাকর এ ফাইনাল ম্যাচ দর্শকের মাঝে তুলে ধরতে ব্যাতিক্রমী উদ্দ্যোগ নিয়েছে সদর উপজেলার উত্তর কাটিয়ার চৌধুরী বাবু। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ‘মাদককে না বলুন, খেলাকে হ্যা বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (গণমুখি মাঠ) বড় পর্দায় বাংলাদেশ ভারত ফাইনাল ম্যাচ উপভোগ করার ব্যাবস্থা করেছেন। বড় পর্দায় খেলাটি উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন চৌধুরী বাবু।