Site icon Daily Dakshinermashal

কৃষ্ণনগরে জমি নিয়ে গন্ডোগোল

Spread the love

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আইয়ুব আলী সরদারের পুত্র আবুল বাশার ও একই গ্রামের সিদ্দিকুল ইসলামের মধ্যে ০.৩২ শতক জমি নিয়ে চরম বিরোধ। পৈত্রিক সূত্রে ঐ জমির মালিক ছিলেন আইয়ুব আলী সরদার। সেই সূত্রের জের ধরে সিদ্দিকুল ইসলাম, আইয়ুব আলী সরদারের নিকট হতে ০.৩২ শতক জমি খরিদ করে ভোগ দখল করতে থাকে। কিন্তু হঠাৎ আইয়ুব আলী সরদারের পুত্র আবুল বাশার ঐ জমির প্রকৃত মালিক তার পিতা সম্পূর্ণ নয় বলে অভিযোগ তোলেন এবং তার ফুফু ঐ জমির অংশীদারিত্ব বিধায় সিদ্দিকুল ইসলামের খরিদকৃত ০.৩২ শতক জমিতে বাঁধা প্রদান করেন এবং এক পর্যায়ে আবুল বাশার প্রশাসনের বিভিন্ন জায়গায় সিদ্দিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং বিভিন্ন সালিশের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করে দিলেও কিছুদিন না যেতেই আবার উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা যায়। শেষ পর্যায়ে বৃহস্পতিবার আনুমানিক দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এলাকাবাসী আরো জানান, উক্ত ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে জানা যায়। তাছাড়া সিদ্দিকুল ইসলামের একটি ঘর পোড়ানোর অভিযোগও পাওয়া গেছে। এখন এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি আসলে ঐ জমির প্রকৃত দাবিদারকে কাগজপত্র দেখে যাতে তার নায্য অধিকার পেতে পারে এবং দীর্ঘদিনের বিরোধ যাতে সমাধান হয় সেজন্য এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Exit mobile version