কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শাহিহাটি গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. ছবিলার রহমান, ছবিলার রহমানের স্ত্রী মোছা. হাফিজা খাতুন, উজিরপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন।
গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানায় এস আই নূর ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং- ২৬, তারিখ ২৪-০৬-২০১৮। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।