Site icon Daily Dakshinermashal

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বড় বাজারে ফরমালিন দিয়ে পাকানো হচ্ছে অপরিপক্ক আম

Spread the love

শহর প্রতিনিধি: প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বড় বজারে এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ীরা অপরিপক্ক আম বাজারজাত করছে। গত ৯ মে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আম ব্যাবসায়ী, আমচাষি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে জেলা প্রশাসক নির্দেশ দেন ১৫ মে হিমসাগর ও ২৫ মে ন্যাংড়া আম বাজারজাত করতে হবে। কিন্তু বড় বাজর ঘুরে দেখা গেছে প্রতিদিন হাজার হাজার মন অপরিপক্ক আম বড় বাজারে বাজারজাত হচ্ছে। এবং তা ফরমালিন দিয়ে পাকিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
শুক্রবার বড় বাজর ঘুরে দেখা দেখা গেছে অপরিপক্ক হিমসাগর আম সয়লাব। ঝুড়ির উপর কিচু পরিপক্ক আম দিয়ে তলায় সব অপরিপক্ক আম। প্রশাসনের নজরদারী না থাকার কারণে এমনটি হচ্ছে বলে মনে করেন ভুক্তভুগিরা।
বড় বাজার মনিটরিং কর্মকর্তা আবু সালেহ জানান, অপরিপক্ক আম বাজারজাত মোটেও কাম্য নয়। জেলা প্রশাসকের নির্দেশ মানতে হবে। তিনি বলেন, আনঅফিসায়ালি একটি কথা হয়েছে পরিপক্ক আম ব্যাবসায়িরা ভাংতে পারবে। তবে ১৫ তারিখে আম ভাঙ্গার নির্দেশ রয়েছে।

Exit mobile version