Site icon Daily Dakshinermashal

দেবহাটায় রমজানে বাজার স্থীতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

Spread the love

সখিপুর(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় নিরাপদ আম বাজারজাতকরণ ও আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বন্ধের ব্যবাসীয় ও বাজার কমিটির নের্র্তৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোমিনুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া মৎস্য সেড সমিতির সভাপতি রজব আলী মোল্যা, উপজেলা আম ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুস সেলিম, সহ-সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহাদ আলী খান, মোস্তফা আহম্মেদ, মনিরুল ইসলাম, জিএম আল-মামুন, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আলাউর রহমান, জাহিদুর রহমান, বিভিন্ন বাজারের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। মতবিনিময় সভায় নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ বলেন, দেবহাটা, সাতক্ষীরার আমের দেশে ও দেশের বাহিরে বেশ সুনাম রয়েছে। তাই কোন প্রকার ক্যামিকেল বা স্বাস্থের জন্য ক্ষতিকর এমন কিছু ব্যবহার করা যাবে না। যদি কেউ অসৎ পথ অবলম্বন করে। তার জন্য জেল জরিমানা ও কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। একই সাথে আগামী রমজান মাস ঘিরে হঠাত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি বা পঁচা, বাসি খাবার বিক্রয় করলেও ব্যবস্থা গ্রহন করা হবে। তাই রমজানের শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাজারের দাম স্থিতিশীল রাখার অনুরোধ জানান তিনি।

Exit mobile version