Site icon Daily Dakshinermashal

কুড়িয়ে পাওয়া গল্পের মতো

Spread the love

সৌহার্দ সিরাজ

সন্ধ্যাশ্রী বলত-দুপুর হাতে নিও না,
মনে রেখ গল্পের উপাদানে ব্যাসবাক্য দিলে ক্ষতি নেই।

আমি দেখলাম প্রথম প্রথম যারা প্রেম করতে শিখেছিল
তাদের সবারই একবার দুঃখ সরোবারে ¯œান করতে হয়।

মানুষের অনন্ত জিজ্ঞাসার মধ্যে একটা সৌন্দর্য আছে মানতে হবে
হিসেব বৈচিত্রে পথযাত্রা বহুমাত্রিক হলে
চাওয়া পাওয়ার একটা ব্যাবস্থা শেষ পর্যন্ত হয়ে যায়।

নাবিকদের চোখের মধ্যে থাকে পথ
পথের কী কথা বলছে দু’জন ছন্দ প্রকরণ
কুড়িয়ে পাওয়া গল্পের মতো ছাইরঙ স্মৃতি আজও ভীষণ টানে
সহজে কেউ কি মাটির মায়া ছাড়ে!

ভোরের ঘরে নতুনত্ব সোহাগী ভোগের বীজ
খসড়া দলিলে হাত তো নিজেদেরই খেলা
মনটা ছায়ার উপর ঘোরাঘুরি করে
স্মৃতি ভেঙে ছুটে যায় দিন
সন্ধ্যাশ্রী আজ আমাদের নতুন পরিচয়।

Exit mobile version