Site icon Daily Dakshinermashal

আজ থেকে শুরু পবিত্র মাহে রমজান

Spread the love

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আকাশে গত বুধবার কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই আজ শুক্রবার থেকে শুরু হয়েছে রোজা।
শুক্রবার রোজা রাখার মধ্য দিয়ে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এই প্রেক্ষিতে, আগামী ১২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
গত বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।
বুধবার দেশের কোথাও রমজানের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সাহ্রি খান।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, আজ শুক্রবার পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন।
সাতক্ষীরায় বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টা থেকে শুরু হয়ে ৩টা ৫৪ মিনিটে সাহ্রির সময় শেষ হবে। ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৭ মে বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আজ ১৮ মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে। প্রেক্ষিতে, আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

Exit mobile version