Site icon Daily Dakshinermashal

বিদ্যুতায়নের আওতায় এলো কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউনিয়ন

Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: বিদ্যুতায়নের আওতায় এসেছে কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়ন। বুধবার সকালে লাইট জ্বালিয়ে বিদ্যুতায়নের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী এবং দক্ষিন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার। বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বি-চৌধুরি ও ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নবাসীকে বিদ্যুতায়নের আওতায় নিয়ে এসেছে। এই উপহার ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় করলে চলবে না। বুঝতে হবে দক্ষিণ শ্রীপুরের মতো আরও অনেক এলাকা আছে, যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায় নি। ২০০৯ সালের পূর্বে বিদ্যুৎ বিভাগের অবস্থা ছিলো অনেকটা বিপর্যস্ত। বর্তমানে বিদ্যুৎ বিভাগে এসছে অভূতপূর্ব পরিবর্তন যা সম্ভব হয়েছে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার কারণে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, মোবারক আলী, গোবিন্দকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ^াস, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল মাহমুদ সরদার, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, মিলন হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সচিব খান আহাদুর রহমান, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এন মাসুম বিল্লাহ, ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক শিমুল হোসেন প্রমুখ। এ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনসহ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের ৪২০টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেল। যেখানে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে আগে বিদ্যুৎ ছিল না।

Exit mobile version