Site icon Daily Dakshinermashal

চা-বাগানের কাছে

Spread the love

ঝিমিয়ে পড়ো না, চা-বাগান।ভোর নামছে একশোটি রঙে।
সূর্য ছুঁয়েছে ব্যস্ত হাত।
শ্রমজীবীদের কোলাহলে স্তব্ধতা ভাঙছে।
তাপে ও উত্তাপে আবহাওয়াবার্তা স্বাভাবিক আছে।
গৃহমুখী অভিপ্রায় আবাসন খুঁজছে।
প্রিয় মগ্নতা, থেমে যেও না।

ঝিমিয়ে পড়ো না, ছায়াভালোবাসা চা-বাগান।
এককাপ প্রণোদনা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।
জড়ত্বের কোল থেকে আশ্রয় চাইছে শিশু,
যুবক, যুদ্ধাহত তরুণ, যাবতীয় প্রেম।
কারখানা জাগছে নতুন করে।
সঙ্গে নিয়ে এসেছে শুভ্র পার্থিবতা।
দ্যাখো তার ঘরবাড়ি, আশ্রয়,আহবান।
প্রিয় স্থিরতা, হৃদয়ের লেনদেন বন্ধ করো না।

ঝিমিয়ে পড়ো না নিবিড় চা-বাগান।
তোমার পুষ্পিত হৃৎকম্পন থামিয়ে দিও না।

Exit mobile version