Site icon Daily Dakshinermashal

যদি কথা দাও

Spread the love

যদি কথা দাও সাজাবো সুখের নীড়
মখমল দিনে উড়াবো রঙিন ঘুড়ি
সন্ধ্যায় দেখবো উড়ে যাচ্ছে গাঙচিল
মধ্যরাতে গাবো ঘুম পাড়ানিয়া গান।
স্মৃতির মিনারে জমে থাকা কালো ব্যথা
জল-জোছনায় ধুয়ে দেবো সারা রাত
ভালবাসার চিঠি দেবো আকাশের গায়ে
আলোয় ভরাবো পৃথিবীর নাভিমূল।
যদি কথা দাও ভাসাবো প্রীতির খেয়া
দেবো পথ পাড়ি যার নেই কোন সীমা
আঙিনায় খুলে দেবো সুন্দরের ডালা
স্বপ্নের মাঝেই স্বপ্ন হয়ে কাটাবো সময়।

নিরবতা ভেঙে যদি কথা দাও তবে
আবার ফিরবো রূপকথার নায়ক হয়ে।

Exit mobile version