Site icon Daily Dakshinermashal

সাতক্ষীরায় হুন্ডির টাকা নিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ হুন্ডি ব্যবসায়ী আলিম উদ্দীন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ভোমরা সীমান্ত দিয়ে ভারত হতে হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবির গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে হুন্ডির সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

মঙ্গলবার(২৭ মার্চ) সকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তের জিরো পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হুন্ডি ব্যবসায়ীর নাম আলিম উদ্দিন(৩০)। সে সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি গ্রামের বাড়ি আনার উদ্দিন গাজির ছেলে।

৩৩ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আলিম উদ্দীন বিজিবির চেকপোষ্টের সামনে দিয়ে ভারতের দিক হতে ভোমরা বন্দরের দিকে আসছিলেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা আলিম উদ্দীনকে চ্যালেঞ্জ করলে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি পেছন থেকে পরপর দুইটি গুলি করে। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। বিজিবি তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদও হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া তার কাছ থেকে ভারত থেকে পাচার করা হুন্ডির সাড়ে দশ লাখ টাকা জব্দ করা হয়েছে।

Exit mobile version