Site icon Daily Dakshinermashal

খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ

Spread the love

স্টাফ রিপোর্টার : খুলনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকালে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ইনোভেশন ইউনিটের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের দিন বদলের সনদ ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবরূপ ধারন করেছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের ডিজিটাল ধারণাকে অনুসরণ করছে। তিনি বলেন, দেশের মানুষ এখন প্রায় একশটির মতো সেবা ঘরে বসে গ্রহণ করতে পারছে। কোন সরকারী দপ্তর কি ধরনের সেবা দি”েছ এবং সেই সেবাগুলো কিভাবে সাধারণ মানুষ পেতে পারবে তা ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে জানতে পারছে। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণা করার আহবান জানান।

এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মনির“জ্জামান।

পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং সেবা প্রদানে শ্রেষ্ঠ স্টল ও দপ্তরকে পুরস্কার তুলে দেন।

Exit mobile version