Site icon Daily Dakshinermashal

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুয়েতে প্রতিবাদ সভা

Spread the love

এসবিনিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে সাংবাদিক নির্যাতন, দুর্বৃত্তের হাতে খুন বেড়েই চলেছে। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডের নামে সাংবাদিক নির্যাতন এর সঠিক বিচার না হলে আগামীতে দেশে অপরাধের প্রবণতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রবাসী সাংবাদিকরা। কুয়েতে বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত এই প্রতিবাদ সভার আয়োজন করে।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এহছানুল হক খোকন এর সঞ্চালনায় কুয়েত সিটির রাজধানী হোটেলে ৯ ফেব্র“য়ারি রাতে এই সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা সাংবাদিক শিমুল হত্যা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে মিথ্যা মামলায় নির্যাতন, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা, এটিএন নিউজের দুই সাংবাদিককে পুলিশ কর্তৃক নির্যাতন কে ন্যাক্কারজনক ঘটনা বলে আখ্যা দিয়েছেন। সাগর-রুনিসহ সকল নিহত সাংবাদিকদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব, আবু সাদেক রিপন, মাহমুদুর রহমান, আবদুল হাই ভূইয়া, শাহী এমরান সিকদার, সংগঠক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, মোহাম্মদ মুসা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত সভাপতি আনিসুল হক সুমন, কবি মোহাম্মদ আনিসুর রহমান মিলান প্রমুখ।

 

 

Exit mobile version