Site icon Daily Dakshinermashal

খুবিকে বিশ্ব র্যাং কিংয়ে স্থান করে নিতে চাই : উপাচার্য

Spread the love

দ্বিতীয় মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার দ্বিতীয় কর্মদিবসে প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপাচার্য বলেন বিগত সময়ে আপনারা যেভাবে সবাই সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়কে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে চেষ্টা করেছেন সে ধারাবাহিকতা অব্যাহত রেখে পূর্ণোদ্যমে কাজ করে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিং এর মধ্যে স্থান করে নিতে চাই। আপনারা গত কয়েক বছরে উচ্চশিক্ষার মান অর্জনে যেভাবে নিরলস চেষ্টা করেছেন তাতে আমি বিশ্বাস করি আমরা এ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবো। তিনি আরও বলেন  উপাচার্য নিয়োগে ২-৩ সপ্তাহ বিলম্ব হওয়ায় সৃষ্ট সাময়িক স্থবিরতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামো উন্নয়নের কাজও আমাদের দ্রুত এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে এবং একাডেমিক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, সয়েল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান ভুইয়া, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. গাউছিয়াতুর রেজা বানু, অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় ট্রেজারার খান আতিয়ার রহমান, বিভিন্ন ¯ু‹লের ডিন, পরিচালক, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আজ উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিভেলপমেন্ট স্টাডিজ, ড্রইং এন্ড পেইন্টি, ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষকবৃন্দ ও খুলনাস্থ গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির

 

Exit mobile version