Site icon Daily Dakshinermashal

অ্যালোভেরার ওষুধি গুণ

Spread the love

এসবিনিউজ ডেস্কঅ্যালোভেরা কেবল সৌন্দর্যচর্চাতেই ব্যবহৃত হয় না, স্বাস্থ্যরক্ষায়ও এটি অনন্য। তাজা অ্যালোভেরায় রয়েছে বিশটি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন ধরনের ভিটামিন যা সুস্থ রাখে শরীর। নিচে অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হলো

* অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দূষিত পদার্থ বের করতে সহায়তা করে।

* অ্যামিনো অ্যাসিড, মিনারেল ভিটামিনসহ ২০০টিরও বেশি উপাদান রয়েছে অ্যালোভেরায়। শরীরের জন্য প্রয়োজনীয় এসব উপাদান সুস্থ থাকতে সাহায্য করে।

* অ্যালোভেরা প্রাকৃতিক ওষুধির কাজ করে। বিভিন্ন চর্মরোগ ক্ষত সারায় এটি। অনেক সময় প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয় এর ভেষজ গুনাগুণ।

* অ্যালোভেরা অ্যাসিডিটি কমায়।

* অ্যালোভেরায় রয়েছে ভিটামিন , সি, বি। এগুলো রক্ত কণিকা উৎপাদনে সহায়তা করে।

* অ্যালোভেরায় থাকা পটাশিয়াম, কপার, সোডিয়াম, জিঙ্ক আয়রন অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। 

* দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে অ্যালোভেরা।

* সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত অ্যালোভেরার রস পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

* দাঁতের সুস্থতা বজায় রাখে অ্যালোভেরা।

 

 

Exit mobile version