Site icon Daily Dakshinermashal

সুশীল সমাজ ও সার্চ কমিটির বৈঠক সোমবার

Spread the love

এসবিনিউজ ডেস্ক : রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা ৩১ রাজনৈতিক দলের কাছে নাম চেয়েছে সার্চ কমিটি। আগামী মঙ্গলবার বেলা ১১টার মধ্যে প্রতিটি দলকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৫টি করে নাম জমা দিতে বলা হয়েছে।

এর আগে নতুন ইসি গঠনের উদ্দেশ্যে সোমবার দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে কমিটির সদস্য শফিউল আলম গণমাধ্যমকে এই কথা জানান।

সচিব আরো বলেন, বৈঠকের দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে, সোমবার বিকেল ৪টায় জাজেস লাউঞ্জে দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

সেই বিশিষ্ট ১২ নাগরিক হচ্ছেনসাবেক বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর . কে আজাদ চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম ফায়েজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ . তোফায়েল আহমেদ, নির্বাচন বিশেষজ্ঞ . বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজুলল হক সাবেক আইজিপি নুরুল হুদা।

উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার মো. শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এছাড়া নির্বাচন কমিশনার (সিইসি) অন্য তিন নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি। আওয়ামী লীগ কমিটিকে স্বাগত জানালেও বিএনপি বলছে, আওয়ামী লীগের পছন্দের লোকদের দিয়ে গঠন করা হয়েছে সার্চ কমিটি।

 

Exit mobile version