Site icon Daily Dakshinermashal

রোহিঙ্গাদের মুখে নির্যাতনের বর্ণনা শুনলেন বার্নিকাট

Spread the love

এসবিনিউজ ডেস্ক : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ অফিস প্রধান পে পে কেবি ছিদ্দিকী, বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ, উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ক্যাম্প পরিদর্শনে এসে রাষ্ট্রদূত বার্নিকাট লেদাস্থ আইএমও‘র স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বস্তি পরিদর্শন করে মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শুনেন এবং নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এ রিপোর্ট লেখার সময় মার্কিন রাষ্ট্রদূত মুছনীনয়াপাড়া ক্যাম্প পরিদর্শন করছিলেন।

 

Exit mobile version