Site icon Daily Dakshinermashal

কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলল গুগল

Spread the love

এসবিনিউজ ডেস্ক : মুসলিম ৭টি দেশের লোকদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের কিছু কর্মীকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ জারির পর গুগল এই  পদক্ষেপ নিল।

গুগল বলছে, তাদের শ’খানেক কর্মী ট্রাম্পের ওই নির্দেশের শিকার হতে পারেন। তাই আদেশটি কার্যকর হবার আগেই তাদের যুক্তরাষ্ট্রে ফিরে আসতে বলা হয়েছে। বিশেষ করে যারা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে ঘুরতে গেছেন।

গুগলের পক্ষ থেকে বলা হয়, হঠাৎ করে কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলায় তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এর প্রভাব পড়বে। কিন্তু এই মুহূর্তে এটাই উপযুক্ত সিদ্ধান্ত।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশ যুক্তরাষ্ট্রে প্রতিভাবান লোকদের আসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে গুগুল।

ট্রাম্প তার নির্বাহী আদেশে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেন। এ ছাড়া ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান থেকে আসা লোকদের ভিসা দেয়া ৩ মাসের জন্য বন্ধ করে দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসলামী উগ্রপন্থী সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢোকা ঠেকাতেই তার এ পদক্ষেপ। সূত্র : বিবিসি

Exit mobile version